Advertisement

Nazrul Islam Exclusive: 'চিত্ত যেথা ভয়শূন্য...' ও এক হার না মানা IPS

নজরুল ইসলাম। বাড়িতে শিক্ষার আলো ছিল না, কোনও কোনও দিন না খেয়েও দিন কাটাতে হয়েছে। সেখান থেকে উঠে এসে আইপিএস হয়েছেন। বাম জমানা থেকে তৃণমূল জমানা, দেখতে হয়েছে সরকারের রক্তচক্ষু। কিন্তু তিনি কখনও আপোষ করেননি। 'ব্যক্তিগত'-তে আসছেন প্রাক্তন IPS নজরুল ইসলাম।

Advertisement
POST A COMMENT