Advertisement

Mamata Banerjee: 'TMC ৬৪টা ফাইল এনেছিল, BJP নেতাজিকে ভুলে গেছে', রেড রোডে কেন্দ্রকে দুষলেন মমতা

নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে আক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার, রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সেখানেও দাবি করেন কেন্দ্র সরকার কথা দিয়ে কথা না রাখার। প্রশ্ন তোলেন, "তিনি কোথায় হারিয়ে গেলেন? তিনি চলে যাওয়ার পর তাঁর কী দশা হল, তাঁর ওপর কী অত্যাচার হয়েছিল, তাঁকে কোথায় পাঠানো হয়েছিল? তিনি কি আদৌ লুকিয়ে ছিলেন? আমরা আজও জানি না।" পাশাপাশই এ-ও বলেন, "তৃণমূল সরকার আসার পর ৬৪টা ফাইল প্রকাশ্যে এনেছিল, বিজেপি সরকার বলেছিল তারা ফাইল বের করবে, ভুলে গেছে।"

Advertisement
POST A COMMENT