Advertisement

Manhole Cleaning Robots at Kolkata: কলকাতায় ম্যানহোলে ঢুকে আবর্জনা পরিষ্কার যন্ত্রমানবের, দেখুন

রাস্তার ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। মানুষকে আর ম্যানহোল বা নর্দমায় নামানো যাবে না, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে। তাসত্ত্বেও দেখা যায়, বিভিন্ন ক্ষেত্রে ম্যানহোলে নেমে সাফাই করানো হয় মানুষকে দিয়েই। বিষাক্ত গ্যাসে মৃত্যুও হয় অনেকের। সেসবের মধ্যেই নিউ টাউনে দেখা গেল অন্য ছবি। মানুষ নয়, এবার থেকে ম্যানহোলে ঢুকে আবর্জনা পরিষ্কার করবে যন্ত্রমানব। নতুন উদ্যোগ নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি-র। বিষাক্ত গ্যাস আছে কিনা, তাও চিহ্নিত করবে রোবটিক সেন্সর ম্যানহোল, আপাতত এই কাজের জন্য তিনটি রোবট কেনা হয়েছে।

Advertisement
POST A COMMENT