রাখি বন্ধন উৎসব উপলক্ষে সারা দেশ মেতে ওঠে। এবার রাখি দুদিন পরানো যেতে পারে। কলকাতার যৌনকর্মীরা রাখি পরালেন পথচারীদের। সোনাগাছির যৌনকর্মীরা রাস্তার ধারে পথচারীদের রাখি পরান।