Advertisement

Suvendu Adhikari: 'জাগো হিন্দু...হিন্দুকে ঐক্যবদ্ধ করে মমতাকে হারিয়েছিলাম', সনাতন মঞ্চ থেকে বার্তা শুভেন্দুর

সনাতনী মঞ্চ থেকে ওয়াকফ বোর্ডের মতো, ভারতে সনাতনী বোর্ড গঠনের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে আক্রমণ করেন। প্রশ্ন তোলেন, ভারতে কেন সনাতন বোর্ড তৈরি হবে না? কেন লাভ জিহাদের বিরুদ্ধে আইন হবে না, কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না? তিনি বলেন, "একুশে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হারাতে গিয়েছিলেন, ২৫ ভাগ মুসলমান, আমার ৭৫ হাজার হিন্দু ভোট নানাভাবে বিভক্ত। আমি বললাম মমতাকে হারাতে হবে। রোহিঙ্গা ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে। ৭২ জায়গায় বিএসএফকে বেড়া করতে দেয় না।.... আমি ৬৫ ভাগ হিন্দুকে ভাগ করে ভোট ঐক্যব্ধ করে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম।..."

Advertisement
POST A COMMENT