Advertisement

Suvendu Adhikari: "পঞ্চাশটা আলুর গাড়ি পাস করিয়েছে মাথাপিছু...", মমতাকে কটাক্ষ শুভেন্দুর

রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে সোমবার ত্রিপাক্ষিক বৈঠকে মেলেনি রফাসূত্র। সোমবার আলু ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে অধরা ছিল সমাধান সূত্র। ফলে আজ মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে কর্মবিরতিতে সামিল আলু ব্যবসায়ীরা। আলু সরবারহ বন্ধ রেখেছেন ২৫ হাজার আলু ব্যবসায়ী। সোমবার রাত থেকেই রাজ্যের অধিকাংশ হিমঘর থেকে আলু বের হচ্ছে না বলে দাবি আলু ব্যবসায়ীদের। পাশাপাশি বন্ধ রয়েছে রাজ্যের সব পাইকারি আলুর বাজার। ফলে আগামী কয়েকদিনেই মধ্যবিত্তের রক্তচাপ বাড়িয়ে দিতে চলেছে আলু। আর আলু ব্যবসায়ীদের এই ধর্মঘটের জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement
POST A COMMENT