মেদিনীপুর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া স্যালাইন কাণ্ডের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, এ ঘটনায় একমাত্র দায়ী তৃণমূল সরকার এবং অভিযোগ করেন, ওই প্রসূতির সাধারণ মৃত্যু হয়নি, তাঁকে 'মারা' হয়েছে। শুভেন্দু জানান, এটি 'ক্ষমার অযোগ্য অপরাধ'। সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই বক্তব্য পেশ করেন।