Advertisement

Suvendu Adhikari: ভোট দিতে না পারাদের জন্য পোর্টাল, CESC অফিস ঘেরাও অভিযান, বললেন শুভেন্দু

ভোট দিতে যাঁদের বাধা দেওয়া হয়েছে তাঁদের নিয়ে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান,'বিরোধী দলনেতার নামে একটা পোর্টাল চালু করব। আপনাকে ভোট দিতে না দেওয়া হয়ে থাকলে নিজের নাম রেজিস্ট্রেশন করুন'। রাজভবনের সামনে ভোট হিংসায় 'আক্রান্ত'দের নিয়ে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী। ওই ধর্নামঞ্চে ৩৩০ জন আক্রান্ত যোগ দিয়েছেন বলে দাবি বিজেপির। ওই ধর্নামঞ্চেই গণআন্দোলনের ডাক দিয়েছেন শুভেন্দু। মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদও জানাবে বিজেপি। আগামী ২২ তারিখ CESC অফিস ঘেরাও অভিযান করা হবে বলে জানান, শুভেন্দু।

Advertisement
POST A COMMENT