কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৯ জন বিরোধী নেতা চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এর পরেই সিবিআই-এর বিরুদ্ধে 'নালিশ' ঠুকে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। যদিও সিবিআই-এর বিরুদ্ধে শুভেন্দুর 'নালিশ' মমতার বক্তব্য থেকে আলাদা। মমতা নিজের চিঠিতে অভিযোগ করেছিলেন, ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের অপদস্থ করা হচ্ছে। এদিকে মোদীকে শুভেন্দুর অভিযোগ, মমতাকে সমীহ করছে সিবিআই। তাঁর বক্তব্য , মমতার পদের কথা মাথায় রেখে সিবিআই নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছে না। তাই প্রধানমন্ত্রীকে সারদা কেলেঙ্কারির তদন্তের গতি বাড়াতে অনুরোধ করে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী।