Advertisement

Suvendu Adhikari: 'রাজীব সিনহা মমতার পোষ্য', কটাক্ষ শুভেন্দু অধিকারীর

জেলায় জেলায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না। এই অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখানে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিজেপি নেতা-কর্মীরা এসে ইতিমধ্যে জমায়েত শুরু করেছেন। তাঁদের সঙ্গে অবস্থান শুভেন্দু অধিকারীর। তাঁর সাফ বার্তা, যদি মনোনয়ন জমা দিতে না পারেন বিজেপি কর্মীরা, তাহলে কমিশনের অফিসের বাইরে এভাবেই বসে থাকবেন তাঁরা। শুধু তাই নয়। কমিশনের দফতরে বিজেপি নেতা-কর্মীরা যাতে ঢুকতে পারে, দড়ি খুলে ব্যারিকেড সরিয়ে দেন শুভেন্দু অধিকরী। তিনি সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মন্তব্য, 'নির্বাচন কমিশনের রাজীব সিনহা একজন পোষ্য।' 

Advertisement
POST A COMMENT