Advertisement

Calcutta High Court News : বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে

পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে এবার হাইকোর্টে দারস্ত হলেন এক আইনজীবী। দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আইনজীবী অমৃতা পান্ডের। প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টে যেহেতু আর জি কর মামলাটি বিচারাধীন রয়েছে এমত অবস্থায় এ বিষয়ে তিনি কোন অনুমতি দিতে পারেন না। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই আদালত এই বিষয় সিদ্ধান্ত নেবে। আর জি করের তরুণী ডাক্তারের ছবি ব্যবহার করে কুমন্তব্য, সিবিআইকে অভিযোগ  খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির। আইনজীবী শুভব্রত চৌধুরী হাইকোর্টে একটি জনস্বার্থ মামলায় অভিযোগে জানান তরুণী ডাক্তারের ছবি ব্যবহার করে ফেসবুকে কুমন্তব্য চালিয়ে যাচ্ছে একদল যুবক। পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না।

Pil In Calcutta High Court Demanding Resignation of Kolkata Police Commissioner Vineet Goyal

Advertisement