Advertisement

PM Modis Mann Ki Baat 100th Episode: প্রধানমন্ত্রীর ১০০ তম 'মন কি বাত' শোনার আয়োজন রাজভবনে

মন কি বাত-এর সেঞ্চুরি। রবিবার ১০০তম এপিসোডের মাইলফলক ছুঁয়ে ফেলল মন কি বাত। এদিন সারা দেশের পাশাপাশি রাজভবন থেকেও মন কি বাত সরাসরি শোনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এছাড়াও ছিলেন সমজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা। সম্মানিত করা হয় তাঁদের। এখানেই শেষ নয়, মন কি বাত-এর ১০০তম এপিসোড উপলক্ষ্যে বৃক্ষরোপণের কর্মসূচিও নেওয়া হয়, যার সূচনা করেন রাজ্যপাল। আয়োজন করা হয় একটি বসে আঁকো প্রতিযোগিতারও।

Advertisement
POST A COMMENT