Advertisement

Bangladeshi Thief: ফাঁকা বাড়ি দেখলেই চুরি, বারাসতে পুলিশের জালে বাংলাদেশি চোর

বেড়াতে গিয়েছিল গোটা পরিবার। বাড়ি এসে দেখছে তালাভাঙা, আলমারি থেকে উধাও টাকা-গয়না। গত কয়েক মাসে বিভিন্ন জেলায় এই ধরনের ঘটনা বেড়েছে। এবার এমনই এক চোরকে পাকড়াও করল বারাসাত থানার পুলিশ। আর তারপর তার কীর্তিকলাপ যা জানা গেল, তাতে চক্ষু চড়কগাছ পুলিশকর্তাদের। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি। তার 'অপারেশন'-এর মূল ফান্ডা ছিল ফাঁকা বাড়ি। তাই কোথায় কোন বাড়ি ফাঁকা থাকছে, সেই খবরই রাখত। সন্ধ্যার নিরিবিলি সময়ে সুযোগ বুঝে কাজ শুরু করত। লোহার গ্রিল বা দরজা কেটে ঘরে ঢুকত। মূল টার্গেট থাকত সোনার গয়না। আলমারি কেটে সেই গয়না বের করে আনাই তার টার্গেট থাকত। চুরির গয়না বাড়িতে নিয়ে এসে তা নিজের ওজন মাপার যন্ত্রে মেপে নিত। এরপর সেটা বিক্রি করে দিত।

Advertisement
POST A COMMENT