Advertisement

Post Poll Violence: 'CBI ভন্ড', দাবি বেলেঘাটায় ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিতের দাদার

CBI দফতর থেকে বেরিয়ে CBI-কে ভন্ড বলে দাবী বিশ্বজিৎ সরকারের। ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটায় মৃত্যু হয় বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের। তারপর থেকে একাধিকবার সিবিআই দফতরে আসেন বিশ্বজিৎ সরকার। সেই মামলায় মূলত তৃণমূল বিধায়ক পরেশ পাল,কাউন্সিলর স্বপন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ তার। সিবিআইয়ের কাছে তার লিখিত অভিযোগে একাধিকবার এই দুজনের নাম জানিয়েছেন বিশ্বজিৎ। মঙ্গলবার এই মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে আসেন সিবিআই অধিকারিকদের কাছে। সিবিআই আধিকারিকের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার সময় হাতে ভন্ড লেখা কাগজ ছিল বিশ্বজিতের হাতে। তার সরাসরি দাবী সিবিআই ভন্ড। সিবিআই অধিকারিকদের সঙ্গে কথা বলার পর তার গলায় এদিন ছিল অসন্তোষের সুর।

Advertisement
POST A COMMENT