ইএম বাইপাসের ধারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রগতি ময়দান এলাকায় প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। আগুনে ভস্মীভূত হয় একাধিক ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয়। আগুন লাগার পর স্থানীয়েরাই বালতি দিয়ে জল দিতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, দেরিতে পৌঁছয় দমকল বাহিনী। প্রাথমিকভাবে জানা যায়, মিটার বক্স থেকে আগুন লেগে থাকতে পারে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।