২০২২ সালের টেট উত্তীর্ণদের জমায়েত ঘিরে উত্তেজনা করুণাময়ী চত্বর। সেখানে মঙ্গলবার হাজার হাজার টেট উত্তীর্ণ প্রার্থী চাকরির দাবিতে জড়ো হন। পুলিশ তা সরাতে যায়। তখনই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তার জেরে বিক্ষোভ আরও বাড়তে থাকে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।