Advertisement

Deucha Pachami Protest: দেউচা পচামিতে কয়লা খনি প্রকল্প বন্ধের দাবিতে মিছিল নাগরিক সমন্বয় মঞ্চের

দেউচা পচামিতে কয়লা খনি প্রকল্প অবিলম্বে বন্ধ করার দাবিতে আজ শিয়ালদহ থেকে কলকাতা পুরসভা পর্যন্ত মিছিল করে নাগরিক সমন্বয় মঞ্চ। তাদের দাবি, যে ভাবে কয়লা খনির নামে একের পর এক আম বাগান জমি জায়গা দখল করছে সরকার তা অনৈতিক। এই সব জমির দখল চলে যাচ্ছে আদানি আম্বানিদের মত শিল্পপতিদের হাতে। সাধারণ মানুষ এই দখল চাইছে না। তাই নাগরিকরা যা চাইবে তাই করতে হবে সরকারকে।

Deucha Pachami Protest

Advertisement
POST A COMMENT