Advertisement

Mamata Banerjee Teachers Meeting: 'তুমি কি অযোগ্যের লিস্টে আছো?' এক বিক্ষোভকারীকে যখন প্রশ্ন মমতার, দেখুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন চাকরিহারাদের নানা রকম পরামর্শ ও রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ বলছেন। ঠিক সময়ই তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মমতা যখন বলছেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন নেতাজি ইন্ডোরে একদল চাকরিহারা। মমতা তাঁদের উদ্দেশ্যে বলেন, যাদের ভাল লাগবে না, তারা নিজেদের জায়গায় বসে থাকুন। যার ইচ্ছে থাকবেন, শুনবেন, গ্রহণ করবেন, বর্জন করবেন। তুমি কি অযোগ্যর লিস্টে আছ? গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না। ভালোবাসায় সব হয়।

Advertisement
POST A COMMENT