scorecardresearch
 

Usha Uthup : ঊষা উত্থুপের বর্ণময় জীবন নিয়ে প্রকাশিত বই 'দ্য ক্যুইন অফ ইন্ডিয়ান পপ'

Usha Uthup : ঊষা উত্থুপের বর্ণময় জীবন নিয়ে প্রকাশিত বই 'দ্য ক্যুইন অফ ইন্ডিয়ান পপ'

ঊষা উত্থুপ। বর্ণময় সঙ্গীত জীবনের ৫০ বছর পার করেছেন। তাঁর বর্ণময় জীবন নিয়ে প্রকাশিত হল বই 'দ্য ক্যুইন অফ ইন্ডিয়ান পপ' বইটি লিখেছেন বিকাশ কুমার ঝাঁ। ইংরেজি অনুবাদ করেছেন সৃষ্টি ঝাঁ। কলকাতা তাঁর জন্মস্থান না হলেও, বহুকাল তিনি কলকাতার বাসিন্দা। একসময় তাঁর গানকে অপসংস্কৃতি বলে তাঁকে ব্যান করার কথা হয়েছিল। সেইসময় কলকাতার মানুষই ঊষা উত্থুপকে আপন করে নেয়। সেইসব বর্ণময় জীবনের কথাই লেখা আছে বইতে।

The Queen of Indian Pop singer Usha Uthup’s biography