Advertisement

Sana Ganguly On RG Kar Murder Case: 'দোষীদের সাজা না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলা উচিত', আরজি কর নিয়ে মত সৌরভ-কন্যা সানার

তিনি কলকাতায় থাকেন না। তবে আরজি করে যে ঘটনা ঘটেছে তা অকল্পনীয় ও ঘৃণ্য। কলকাতা তাঁর বাড়ি, তাই তিনিও পথে নেমেছেন প্রতিবাদ করতে, জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'আমি এখানে না থাকলেও এই ঘটনা অকল্পনীয়। কলকাতা আমার হোম টাউন। তাই পথে নেমেছি। আমি চাই, দোষীদের শাস্তি হওয়া দরকার। যতদিন দোষীদের সাজা না হয় ততদিন এই প্রতিবাদ চলা দরকার।'

Advertisement
POST A COMMENT