Advertisement

RG Kar Doctor Death: আরজি করে 'থ্রেট কালচার'-এ অভিযুক্তদের তাড়া করে চোর চোর স্লোগান, সামাল দিল CISF

'থ্রেট কালচার'-এ অভিযুক্তদের ঘিরে তীব্র উত্তেজনা আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযুক্ত আশিস পাণ্ডে-সহ কয়েকজন আরজি কর মেডিক্যাল কলেজে ঢুকতেই তাঁদের তাড়া করলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের ঘিরে উঠল চোর চোর স্লোগান। ধাক্কাধাক্কির কারণে এক অভিযুক্তর জামা-কাপড় ছিঁড়ে যায় বলে অভিযোগ। তবে পাল্টা এটাকে 'সহানুভূতি পাওয়ার নাটক' বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। যদিও প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের দাবি, থ্রেট কালচারে অভিযুক্তরা হাসতে হাসতে তদন্ত কমিটিতে ঢুকছিলেন। আমরা কেউ তাঁদের মারিনি, তাঁদের গায়ে কেউ হাত তোলেননি। বাইরে বেরিয়ে নিজেরাই জামা-কাপড় ছিঁড়ে আমাদের দোষ দিচ্ছেন।

Advertisement
POST A COMMENT