scorecardresearch
 
Advertisement

21 july Weather Update : ​নিম্নচাপের জেরে 21 শে জুলাই শহীদ দিবসে আবহাওয়া বিগড়বে, বৃষ্টি হতে পারে

21 july Weather Update : ​নিম্নচাপের জেরে 21 শে জুলাই শহীদ দিবসে আবহাওয়া বিগড়বে, বৃষ্টি হতে পারে

বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহের শুরু থেকেই রাজ্যের নানা প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। অঘোষিত প্রথা মেনে 21 শে জুলাই প্রতিবারই বৃষ্টিতে ভেজে কলকাতা। এবারেও কি 21 শে জুলাই ভিজবে শহর কলকাতা? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, 21 জুলাই কলকাতা সহ গোটা বাংলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষাকালের স্বাভাবিক আবহাওয়াই থাকবে একুশে জুলাই, শুক্রবার। তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে। আংশিক মেঘলা আকাশ থাকবে রাজ্যের সর্বত্র। আজকের পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পরিমাণ বাড়বে 21 জুলাই অর্থাৎ শুক্রবার থেকে। বিশেষত, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে।

rain prediction for 21 july byt

Advertisement