Advertisement

VIDEO: শুক্রবার জেলমুক্তি বিজেপি নেতা রাকেশ সিংয়ের, CBI তদন্ত দাবি পামেলার

বিজেপি নেতা রাকেশ সিংকে মাদক মামলায় শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও কিছু আইনি জটিলতায় বৃহস্পতিবারও জেল থেকে মুক্তি পাননি তিনি। সূত্রের খবর, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শুক্রবার প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পেতে পারেন কোকেন মামলায় ধৃত বিজেপি নেতা রাকেশ সিং। রাকেশের জামিন মঞ়্জুর হলেও একই মামলায় এখনও জেলবন্দি রয়েছেন বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী। বৃহস্পতিবার আলিপুর আদালত থেকে ফের জেলের পথে বেরোনোর সময় ষড়যন্ত্রের অভিযোগকেই হাতিয়ার করে পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন রাকেশ এবং পামেলা।

Rakesh Singh Arrest Case

Advertisement