Advertisement

IIM Calcutta Rape Case-এ নয়া মোড়, নির্যাতিতার বাবার দাবি,'ধর্ষণ হয়নি'

জোকা আইআইএমের হস্টেলে ধর্ষণকাণ্ডে নয়া মোড়। নির্যাতিতার বাবা জানালেন,পুলিশ বলছে এফআইআর করেছি। একটা এফআইআর হয়েছে। মেয়ের সঙ্গে কথা বলে জানলাম এরকম কিছু হয়নি। ও বলেছে, আমাকে কেউ টর্চার করেনি। খারাপ ব্যবহারও করেনি। আমার মেয়ে স্বাভাবিক আছে। মেয়েকে ফিরে পেয়েছি'।

Advertisement
POST A COMMENT