Advertisement

Ration Scam: রেশন দুর্নীর্তিতে সরাসরি সরকার জড়িত, অভিযোগ অধীর চৌধুরীর

রাজ্যে একের পর এক দুর্নীতি মামলা সামনে আসছে, আর ক্রমেই সুর চড়াচ্ছে বিরোধী শিবির। গত শনিবার সকালে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী বাকিবুর রহমানকে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একের পর এক চমকপ্রদ তথ্য পাওয়া যাচ্ছে বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর এর মাঝেই রেশন দুর্নীতিতে রাজ্য সরকার জড়িত বলে গুরুতর অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেন, দুয়ারে দুয়ারে রেশন না দুয়ারে চুরি। দুয়ারে দুয়ারে রেশনের নামে ভাষণ দেওয়া হয়েছে। দুয়ারে রেশনের নামে বাংলার কটা যুবক কাজের সুযোগ পেয়েছে বলুন? কোন মানুষ বলেনি যে আমি রেশনের দোকানে যাব না। দুয়ারের রেশনের নামে আরেকটা ঘাপলা হয়েছে। খাদ্যমন্ত্রী বিষয়টি জানেন বলেও দাবি করেন তিনি।

Advertisement
POST A COMMENT