Advertisement

TMC expels Kuntal-Shantanu: দল থেকে বহিষ্কার কুন্তল ও শান্তনু, জানালেন শশী পাঁজা ও ব্রাত্য বসু

কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। গ্রেফতারির প্রায় দেড় মাস পর  বহিষ্কার করা হল কুন্তলকে। গ্রেফতারির ৫ দিনের মাথায় বহিষ্কৃত হলেন শান্তনু। তবে অনুব্রত মণ্ডল ও মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নীরব শাসক দল। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের'বান্ধবী' অর্পিতার জোড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ টাকা উদ্ধার করেছিল ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তারপর পার্থকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল।

Advertisement
POST A COMMENT