scorecardresearch
 
Advertisement

TMC expels Kuntal-Shantanu: দল থেকে বহিষ্কার কুন্তল ও শান্তনু, জানালেন শশী পাঁজা ও ব্রাত্য বসু

TMC expels Kuntal-Shantanu: দল থেকে বহিষ্কার কুন্তল ও শান্তনু, জানালেন শশী পাঁজা ও ব্রাত্য বসু

কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। গ্রেফতারির প্রায় দেড় মাস পর  বহিষ্কার করা হল কুন্তলকে। গ্রেফতারির ৫ দিনের মাথায় বহিষ্কৃত হলেন শান্তনু। তবে অনুব্রত মণ্ডল ও মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নীরব শাসক দল। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের'বান্ধবী' অর্পিতার জোড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ টাকা উদ্ধার করেছিল ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তারপর পার্থকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল।

Advertisement