Kolkata য় বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 9 জনের মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল Calcutta High Court। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ মৃতদের ক্ষতিপুরন দেওয়ার ব্যাপারে রাজ্য কী ভাবনাচিন্তা করছে জানাতে নির্দেশ দেওয়ার পাশাপাশি CESC ও Kolkata Municipal Corporation র রিপোর্ট তলব করেছেন। কলকাতার জল নিকাশি ব্যবস্থার কী পরিস্থিতি তা পুরসভাকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং কেন জমা জলে বার বার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে, এই ঘটনা আটকাতে CESC কী পদক্ষেপ করেছে তাদের রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। 7ই নভেম্বর রিপোর্ট দাখিল করতে হবে।উল্লেখ্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের দুটি সংগঠন ( অল ইণ্ডিয়া লইয়ারস ইউনিয়ন ও সেভ ডেমোক্রেসি সংগঠন) কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনকে গত পরশুদিন চিঠি লিখে আদালতের স্বতঃস্ফূর্ত পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ।
Report sought on electrocution deaths due to waterlogging in Kolkata