Advertisement

RG Kar Case: বিনীত গোয়েলের নাম করে চিত্‍কার সঞ্জয়ের, কী বলছে? দেখুন

ফের বিস্ফোরক সঞ্জয় রায়। আরজি কর কাণ্ডের অভিযু্ক্ত সঞ্জয় রায় আদালত থেকে বের করার পর ফের বিস্ফোরক কথা বলেন। তিনি বলেন, 'আমাকে বলতে দিচ্ছে না, আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বড় বড় অফিসাররা ফাঁসিয়েছে।' সেই সময়কার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামও তার মুখে শোনা যায়। অভিযুক্ত সঞ্জয় রায় বলেন, 'বিনীত গোয়েল, ডিসি স্পেশাল আমাকে ফাঁসিয়েছে। আমি নাম বলে দিচ্ছি। ওরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। ওরা জানে কেন ফাঁসিয়েছে।'

Advertisement
POST A COMMENT