Advertisement

RG Kar Murder Case: মমতা ঘোষণা করতেই উল্লাস-উত্‍সব ডাক্তারদের, মধ্যরাতের সেই মুহূর্তের VIDEO

আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের যে ৫ দফা দাবি রয়েছে, তার মধ্যে তিনটি দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। অন্যতম দাবি ছিল, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে সরানো। প্রথমেই সেই দাবি মেনে মমতা ঘোষণা করে দিলেন, সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হবে। ঘোষণার পরেই রীতিমতো মধ্যরাতেই উল্লাসে মাতেন জুনিয়র ডাক্তাররা। গান, স্লোগান চলল রাতভর। দেখুন।

Advertisement
POST A COMMENT