Advertisement

RG Kar Case: 'আমি জুডিশিয়ারিকেও থ্যাঙ্কস জানাই', RG Kar মামলায় সাজা ঘোষণা নিয়ে আর যা বললেন মমতা

আর জি কর মামলায় আজ সাজা ঘোষণা আদালতে। এব্যাপারে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ফাঁসির দাবিতে আমি নিজে মিছিল করেছিলাম। সবাই করেছিল। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে...আমরা তো পরপর তিনটে কেসে ফাঁসি করে দিয়েছি। আমাদের পুলিশ ৫৪ দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই ৫৩-৫৪ দিনের মধ্যেই করেছি। কিন্তু জজেরা একটু টাইম নেন। কারণ তাঁদের দেখতে হয়। আমি জুডিশিয়ারিকেও থ্যাঙ্কস জানাই। আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও থ্যাঙ্কস জানাই। '

Advertisement
POST A COMMENT