'ছাত্র সমাজের' ডাকে নবান্ন অভিযানে গিয়ে তিনি রীতিমতো ভাইরাল। সেই বলরাম বসুর মুখোমুখি bangla.aajtak.in।'শেষ দম পর্যন্ত সঙ্ঘই করব'। জানালেন আরএসএসের যুক্ত বলরাম বসু। তাঁর কথায়,'চুরি-মনুবাদ নিয়ে না পড়ে বলছেন। ক্রিকেট খেলে কি চুড়ি পরে? মাতৃশক্তির শৃঙ্গারের অঙ্গ চুড়ি। আবার চু়ড়়ি হল শৃঙ্খল। এটা সাংকেতিক বিষয়। নারীর অলঙ্কারের সঙ্গে তুলনা করা আসলে বিভ্রান্ত করার কৌশল'।
Exclusive Interview Of Viral Balram Basu