আরজি কর কাণ্ডের প্রতিবাদের সুর ক্রমশ চওড়া হচ্ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে মঙ্গলবার গণইস্তফা দিলেন আরজি করের সিনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তাররা বলেছেন, 'বর্তমান পরিস্থিতিতে রোগীদের সুষ্ঠু পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। আমরা চাই সরকার দ্রুত হস্তক্ষেপ করুক।' এবার গণইস্তফার পথে হাঁটতে পারেন কলকাতা মেডিক্যালের সিনিয়র ডাক্তাররাও। রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়েছেন তাঁরা। দাবি পূরণ না হলে গণইস্তফা দেবেন তাঁরা।