scorecardresearch
 
Advertisement

RG Kar Protest: 'ধর্ষককে প্রশ্রয় দিল সরকার', রাজ্যের 'অপরাজিতা বিল' নিয়ে শাসককে তোপ আরজি কর নির্যাতিতার বাবার

RG Kar Protest: 'ধর্ষককে প্রশ্রয় দিল সরকার', রাজ্যের 'অপরাজিতা বিল' নিয়ে শাসককে তোপ আরজি কর নির্যাতিতার বাবার

বৃহস্পতিবার আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল- স্বাস্থ্যভবন অভিযান করেন জুনিয়র চিকিৎসকেরা। ছিলেন নির্যাতিতার বাবা-মাও। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন,"বিভিন্ন জায়গায় নাগরিক সমাজের উদ্যেগে যে কর্মসূচি হচ্ছে সেখানে অংশগ্রহণ করছি। আমাদের ভাড়া করা আইটি সেল নেই। আমরা সেগুলির প্রচার করছি না। আমরা রাজপথেই আছি। জমায়েত করে মিছিল করছি। ন্যায়বিচার ছিনিয়ে আনব। ১০ দফার দাবিতেই অনড়। আমাদের মনে হচ্ছে কোনও প্রভাবশালীর ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে না তো? কারণ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে এর উত্তর নেই হতে পারে না। " নির্যাতিতার বাবার দাবি,"বিল এনে কিছু হবে না। ধর্ষকের বিরুদ্ধে বিল আনল, আর সরকার প্রশ্রয় দিল তাহলে কিছুই হবে না। সরকারকে কড়া হতে হবে।"

Advertisement