Advertisement

Junior Doctors Protest Against RG Kar Incident: হঠাত্‍ ডাক্তারদের ধর্নামঞ্চের পাখা-বাঁশ-কাপড় খোলা শুরু, ওরা কারা ?

স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনস্থল থেকে খুলে নেওয়া হয়েছে ত্রিপল, তুলে নিয়ে যাওয়া হয় পাখা, খাট। সকালে ডেকরেটররা প্রতিবাদস্থলের অস্থায়ী তাঁবু, খাট খুলে নিয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। গতকাল রাত থেকেই ত্রিপল খুলে নেওয়ার কাজ হচ্ছিল। বৃহস্পতিবার সকালেও পুলিশের উপস্থিতিতে ডেকরেটর আনিয়ে মঞ্চ খোলা হয়েছে। ঠিক কী কারণে এগুলি খুলে নেওয়া হল তা এখনও জানা যায়নি। ডেকরেটরদের ওপর কেউ চাপ সৃষ্টি করছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তাঁদের।

Advertisement
POST A COMMENT