Advertisement

RG Kar Hospital Bomb Threat: আরজি কর হাসপাতালে ব্যাগ ঘিরে বোমাতঙ্ক! বম্ব স্কোয়াড যা পেল..

বৃহস্পতিবার সকালে আরজি কর হাসপাতাল চত্বরে একটি ব্যাগ ঘিরে ছড়াল বোমাতঙ্ক। হাসপাতালে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদমঞ্চের কাছেই উদ্ধার হয় ওই ব্যাগ। ব্যাগটি কীভাবে এল, মালিক কে, সেই খোঁজ মেলেনি। এরপরই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। ঘটনাস্থলে পৌঁছে বম্ব স্কোয়াড ব্যাগটি পরীক্ষা করে। ব্যাগে মিলেছে জলের বোতল, কোমল পানীয়ের বোতল এবং খাবারের প্যাকেট।

Advertisement
POST A COMMENT