আজ আর জি কর কান্ডের নির্যাতিতা জন্মদিন। কিন্তু আজও সঠিক বিচার পাইনি বলে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁর বাবা মা। তবে তাঁর জন্মদিনে দিন অভয়ার বিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন বাবা মা। এই দিনে অভযার বাবা মা জানালেন গত বছর তারা মেয়ের জন্মদিন কিভাবে মেয়ের সঙ্গে কাটাতেন। আজও তারা সারাদিন মেয়ের জন্মদিনটা রাস্তায় করবেন। তার মেয়ের গাছ পছন্দ ছিল তাই সেই গাছ তারা বিতরণ করবেন। এদিন তার মা বলেন গত বছর মেয়েকে জন্মদিনে ঘড়ি উপহার দিয়েছিলেন সেটা আজও যত্নে তুলে রেখেছেন। নির্যাতিতার বাবা বলেন বিচারের দাবি নিয়ে ওনারা লড়াই চালিয়ে যাবেন। সে যত মাস যত বছর সময় লাগুক।