Advertisement

ASI Anup Dutta Runs From Media: মিডিয়া দেখেই ছুট সঞ্জয় রায় ঘনিষ্ঠ ASI অনুপ দত্তর

মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিতে আসেন আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্ত। তাঁকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রশ্ন করেন, 'সঞ্জয়ের সঙ্গে কী সম্পর্ক, কেন তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?' সেই প্রশ্ন শুনে দৌড়তে শুরু করেন অনুপ দত্ত। সামনে এসেছে সেই ভিডিও।

Advertisement
POST A COMMENT