Advertisement

Kunal Ghosh On Junior Doctors Movement: 'বাংলায় সেরার সেরা স্বাস্থ্য ব্যবস্থা,' ডাক্তারদের অনশন উঠতেই দাবি কুণালের, দেখুন

জুনিয়র চিকিৎসকদের অনশন তুলে নেওয়ার সিদ্ধান্তকে এবার স্বাগত জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বৈঠকের পর এদিন একটি ভিডিও বার্তার মাধ্যমে কুণাল ঘোষ জানান, “জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহার এবং স্বাস্থ্য ধর্মঘট থেকে সরে আসা এটা ভালো সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকের মতো, সংবেদনশীল সরকারের প্রধানের ভূমিকায় ছিলেন। এবং মনে রাখতে হবে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে সেরা স্বাস্থ্য ব্যবস্থা। সিপিআইএমের জমানার থেকে অনেক এগিয়ে।” এরপরই বামেদের নিশানা করে কুণাল আরও বলেন, “জুনিয়র ডাক্তারদের কাছে আমাদের বারবার অনুরোধ ছিল বাম বা অতিবাম বা এদের প্ররোচনায় পা দিয়ে কৃতী ছাত্র-ছাত্রীদের নিজেদের শরীরে চাপ নেওয়াটা ঠিক হচ্ছে না।”

Advertisement
POST A COMMENT