'ভয় দেখানোর জন্য মামলা করেছেন। আদালতের নোটিস এখনও পাইনি। নোটিস পেলে দেখব কী কী অভিযোগ করেছেন। আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলেছি'। কুণাল ঘোষের মানহানির মামলা নিয়ে প্রতিক্রিয়া দিলেন আরজি কর নির্যাতিতার বাবা।