'কলকাতা পুলিশ মেরে শাঁখা ভেঙে দিয়েছে। কপালে মেরেছে'। অভিযোগ করলেন আরজি করের নির্যাতিতার মা। শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তরুণী ডাক্তারের মা ও বাবা। সকাল থেকেই তাঁদের আটকানোর চেষ্টা হয় বলে অভিযোগ। নির্যাতিতার মা জানান,'নবান্নে যাবই। বাড়ি থেকে বেরোনো সময় আমাদের আটকানোর চেষ্টা করেছিল পুলিশ'। যদিও পুলিশের দাবি, নির্যাতিতার মা-বাবাকে মারধর করা হয়নি।