scorecardresearch
 
Advertisement

Rituparna Sengupta Assaulted: 'রাত দখল' প্রতিবাদে ঠিক যে মুহূর্তে ঋতুপর্ণা পৌঁছলেন, তারপর? VIDEO

Rituparna Sengupta Assaulted: 'রাত দখল' প্রতিবাদে ঠিক যে মুহূর্তে ঋতুপর্ণা পৌঁছলেন, তারপর? VIDEO

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ঋতুপর্ণা জমায়েতে উপস্থিত হয়ে বলেন, 'এত মানুষের প্রতিবাদ বৃথা যাবে না। আমি সুবিচারের আশায় রয়েছি।' একই সঙ্গে অভিনেত্রী জানান, কোচবিহারের মাথাভাঙায় আন্দোলনকারীদের উপর আক্রমণ তিনি সমর্থন করেন না। তবে কিছু ক্ষণ পরেই আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী। তাঁর উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। চার পাশ থেকে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে ব্যঙ্গ করা হয় অভিনেত্রীকে। কিছু ক্ষণ পর গাড়িতে উঠে শ্যামবাজার ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন ঋতুপর্ণা।

Advertisement