Advertisement

Ronaldinho In Kolkata: কালীঘাটে ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো, উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা

পুজোর আগেই শহরে চলে এসেছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো। শহরের বেশ কিছু পুজো ঘুরে দেখার কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সন্ধ্যায় শহরে এসেছেন ব্রাজিলিয়ান তারকা। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো। কিংবদন্তী ফুটবলারকে স্বাগত জানাতে শারীরিক অসুস্থতার মধ্য়েও বাড়ির বাইরে এসে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী। ময়দানের বেশ কিছু ক্লাব কর্তারাও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে। রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সুজিত বসুও উপস্থিত ছিলেন সেখানে। আজ সকালেই শ্রীভূমির পুজো মণ্ডপে গিয়েছিলেন রোনাল্ডিনহো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে। এছাড়া একটি ফুটবলও উপহার হিসেবে রোনাল্ডিনহোর হাতে তুলে দেন তিনি। কলকাতার বিভিন্ন ক্লাবকর্তারা জার্সিও উপহার দেন ব্রাজিলিয়ান সুপারস্টারকে। ব্রজিলের জার্সিও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন কিংবদন্তি মিডফিল্ডার।

Advertisement
POST A COMMENT