'আইপিএলে নিলাম দেখেছিলাম। এখানেও দেখলাম ক্লাব কেনার। এই টাকা আপনার নয়। আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে। সরকারি টাকায় যে কোনও ধরনের অনুদানের আমরা বিরোধী'। বললেন সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ।