সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত কবে চলবে মেট্রো? সেই অপেক্ষার খুব শিগগিরই অবসান হতে চলেছে। এসপ্লানেড-শিয়ালদহ গ্রিন লাইনে চলল ট্রায়াল রান। কমিশনার অব রেলওয়ে সেফটি সন্তোষপ্রকাশ করেছেন। আনুষ্ঠানিক সবুজ সংকেত এলেই শুরু হয়ে যাবে রুট।