'আমরা মনে করি, অভয়ার মৃত্যু প্রাতিষ্ঠানিক খুন। পরিকল্পিতভাবে সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। সূর্যাস্তের পর হয়েছে অটোপসি। পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছে। তদন্তে হতাশ মা-বাবারা'। বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন,'এটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। সমাজে এই ধরনের প্রতিবাদ জারি থাকুক। আমরা পাশে আছি। পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবেন। প্রধান বিরোধী দল হিসেবে আমরাও থাকব। রাজনৈতিক রং দূরে সরিয়ে সকলে এলে খুশি হব'।