'শিল্প বনাম কৃষি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এ রাজ্যে। সিঙ্গুরে মেরুকৃত রাজনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বলেছিলাম, তিনফসলি জমির উপর শিল্পের বিরোধী। আমরা চাই, দরকারে কৃষককে সঙ্গে নিয়ে জমি অধিগ্রহণ করা হোক। কৃষককে তিনগুণ দাম দেওয়া হোক। আমরা বাংলায় শিল্পস্থাপনের পক্ষে'। শিল্পায়নের পক্ষে সওয়াল করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।