Advertisement

Death of a legend Sandhya Mukherjee and Bappi Lahiri : সন্ধ্যার গান গেয়েই শিল্পী হিসেবে পরিচিতি-মেখলা দাশগুপ্ত

পর পর নক্ষত্রপতন সঙ্গীত জগতে। সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী। এই দুজনেই বাঙালীর কাছের মানুষ। ঘরের মানুষ। তাদের চলে যাওয়া আপামর বাঙালী শোকে আচ্ছন্ন। আর সঙ্গীত শিল্পীদের কাছে তাঁরা ছিলেন প্রেরণা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গেয়ে তাঁর শিল্পী হিসেবে পরিচিতি জানালেন মেখলা দাশগুপ্ত।

Death of a legend Sandhya and Bappi

Advertisement