scorecardresearch
 
Advertisement

Saraswati Puja 2022: এক ধাক্কায় বেড়ে গিয়েছে প্রতিমার দাম, কমেছে বিক্রি, কুমোরটুলিতে আগুন বাজার

Saraswati Puja 2022: এক ধাক্কায় বেড়ে গিয়েছে প্রতিমার দাম, কমেছে বিক্রি, কুমোরটুলিতে আগুন বাজার

সরস্বতী মূর্তির বাজার আগুন। ছোট ঠাকুরও ৪০০ টাকা হেঁকে দিচ্ছেন বিক্রেতারা। কুমোরটুলির ঠাকুর বিক্রেতারা বলছেন, রং থেকে শোলার অলঙ্কারের দাম বেড়ে গিয়েছে। মৃৎশিল্পীরাও অল্প দামে দিতে পারছেন না। তার উপরে করোনা পরিস্থিতি। ক্রেতারাও বেশি দাম দিয়ে ঠাকুর কিনতে চাইছেন না। বিক্রিবাটা কম হচ্ছে। স্কুল-কলেজ খোলায় এবং করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বছরের চেয়ে পরিস্থতি অনেকটা ভাল বলে মনে করছেন মৃৎশিল্পীরা। ক্রেতারাও সাধ ও সাধ্যের ভারসাম্য রক্ষা করছেন। সবমিলিয়ে বাজার খারাপ কুমোরটুলির।

Saraswati Puja 2022, Kumartuli preparation and idol price

Advertisement