scorecardresearch
 
Advertisement

VIDEO: অনলাইনের যুগে কেমন আছে বইপাড়া?

VIDEO: অনলাইনের যুগে কেমন আছে বইপাড়া?

দীর্ঘ সময় পর খুলেছে রাজ্যের স্কুলগুলি। ফের পড়ুয়াদের চিৎকারে মুখরিত স্কুল বিল্ডিং। ধীরে ধীরে ছন্দে ফিরছে শহর। ছন্দে ফিরছে শহরের বই পাড়া কলেজস্ট্রিটও। করোনা আবহে বেশ কয়েকমাস বন্ধ ছিল বইপাড়া। তারপর ধীরে ধীরে অনুমতি মিলেছে দোকান খোলার। কিন্তু বিক্রি-বাট্টা তেমন হচ্ছে কই? স্কুলগুলি খোলা থাকলে পড়ুয়াদের বই কিনতে ভিড়ে লেগে থাকত বইপাড়ায়। কিন্তু গত কুড়ি মাস হল সেই চিত্র অনেকটাই উধাও। এরজন্য অনলাইন ক্লাসকেই দায়ি করছেন বই বিক্রেতারা। তাদের কথায় আম্ফান, ইয়াসের মত ঘূর্ণিঝড় নয়, এমনকি করোনা মহামারি বা লাকডাউনও তত ক্ষতি করতে পারেনি, যতটা অনলাইন পড়াশোনা তাদের রুজির ক্ষতি করে দিয়ে গেছে।

what is the situation of Kolkata's College street book market

Advertisement