Advertisement

Metro Rail: কলকাতা বন্দরে জাহাজ থেকে ১৬ টি মেট্রোরেলের কোচ নামল

মেট্রো রেল কোচের দ্বিতীয় লট পৌঁছল কলকাতায়। বৃহস্পতিবার রাতে কলকাতার নেতাজি সুভাষ ডকে ১৬ টি মেট্রো রেলের কোচ কলকাতায় পৌঁছায়। কোচগুলির ওজন ৪৮ টন। কোচগুলি পূর্ব রেলওয়েকে সরবরাহ করা হবে। কোচ বহনকারী জাহাজ MV Bosi 58 22শে মে কলকাতা ডকে পৌঁছেছিল।

Advertisement
POST A COMMENT